আপনার নিজের ও পরিবারের নিরাপত্তার মতই আপনার ব্যংক অ্যাকাউন্ট ও ব্যাংকিং কার্যক্রমের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। আপনি অনলাইন ব্যাংকিং এর সুবিধা যেমন ভোগ করেন, তেমনি অনলাইন ব্যাংকিংয়েও যে কিছু রিস্ক আছে। আপনার অনলাইন ব্যাংকিংকে আপনি নিজেই নিরাপদ রাখতে পারেন।
🔰 এই ৮টি পরামর্শ মেনে চলুন, আপনার অনলাইন ব্যাংকিংয়ের বেশিরভাগ ঝুঁকিই আর থাকবে না।
👉 টু-ফ্যাক্টর অথেন্টিকেশন/টু স্টেপ ভেরিফিকেশন আছে এমন অ্যাকাউন্ট ব্যবহার করুন।
এমন কোনো জাতীয় ব্যাংক ও এমন অ্যাকাউন্ট বেছে নিন যেখানে আপনার প্রতিবার লেনদেন করার সময় আপনার মোবাইল ফোনে বা ই-মেইলের মাধ্যমে আপনাকে একটা নির্দিষ্ট ক্ষণস্থায়ী কোড দেওয়া হবে। সেই কোড ব্যবহার করেই আপনি লেনদেন করতে পারবেন। লেনদেন শেষে বা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সেই কোড আর কাজে লাগবে না।
👉 শক্ত পাসওয়ার্ড ব্যবহার করুন।
আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে প্রবেশ করবেন তখন আকারে দীর্ঘ এবং অনেক অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্নের মাধ্যমে তৈরি (যেমন W@ter35420@id2) এই জাতীয় শক্ত পাসওয়ার্ড ব্যবহার করবেন। মনে রাখতে সুবিধা হবে ভেবে কখনোই সহজ পাসওয়ার্ড দিবেন না। এতে আপনার টাকার নিরাপত্তা ৯৯% কমে যাবে।
👉 আপনার ডিভাইসটি সিকিউর রাখুন।
আপনার কম্পিউটার/স্মার্টফোন দিয়ে যে কাজই করুন না কেন এগুলিতে সিকিউরিটি সফটওয়্যার (অ্যান্টি ভাইরাস/ফায়ার ওয়াল) ব্যবহার করুন।
আপনার ডিভাইসে সিকিউরিটি সফটওয়্যার না থাকলে মোটামুটি দক্ষ কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্টের ফিন্যান্সিয়াল তথ্য চুরি করে আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিতে পারে।
👉 ইমেইলে আসা অচেনা/সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করবেন না।
কোনো ব্যাংক বা ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠান কখনোই মেইলে কোনো লিংক দিয়ে সেই লিংকে ক্লিক করতে বলবে না। তাছাড়া তারা কখনোই আপনার অ্যাকাউন্টে লগইন করার তথ্য বা ইউজার নেইম ও পাসওয়ার্ড জানতে চাইবে না। এই ধরনের ইমেইল/ফোন পেলেই সতর্ক হয়ে যাবেন। অনেকে অনলাইন কেনাকাটায় অচেনা ওয়েবসাইটে নিজের ব্যাংক ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে লেনদেন করতে চায়। এমন কিছু চিন্তা মাথায় থেকে থাকলে আজই সাবধান হোন।
👉 নিরাপদ নেটওয়ার্ক কানেকশন ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করুন।
অপরিচিত কোনো জায়গায় ফ্রি ওয়াইফাই এর সুবিধা নিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করবেন না। এছাড়া বন্ধু-বান্ধব বা অন্য কারো ডিভাইস অথবা সাইবার ক্যাফে থেকে কখনোই আপনার অ্যাকাউন্টে লগইন করবেন না।
আপনি যখন অ্যাকাউন্টে ঢুকছেন খেয়াল করবেন ব্রাউজারের যেখানে অ্যাড্রেস থাকে সেখানে ‘https’ আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে পারবেন কানেকশন নিরাপদ।
👉 লেনদেন শেষ হলে প্রতিবারই লগ আউট করবেন।
এটা সবসময় খেয়াল রাখবেন। আপনার ব্যাংকিং শেষ হয়ে গেলে অবশ্যই লগআউট করবেন। লগআউট না করেই যদি ব্রাউজার বন্ধ করে দেন, তাহলে মনে রাখবেন ঝুঁকি থাকবেই। বলা তো যায়না আপনার ডিভাইসটি হারিয়ে/চুরি হয়েও যেতে পারে।
👉 অ্যাকাউন্টে এসএমএস নোটিফিকেশন সেট করুন।
অ্যাকাউন্টের প্রতিটা লেনদেনের জন্য আপনার ফোনে মেসেজের মাধ্যমে বা ইমেইল দিয়ে আপনার লেনদেনের প্রতি মুহূর্তের তথ্য পেতে এসএমএস নোটিফিকেশন সেট করুন।
👉 নিজের অ্যাকাউন্ট নিয়মিত মনিটর বা পর্যবেক্ষণ করুন।
নিয়মিত নিজের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করুন। ব্যাংক স্টেটমেন্ট খুঁটিয়ে দেখা খুবই ভাল অভ্যাস। এতে আপনার অজান্তে কোনো আনঅথরাইজড লেনদেন হলে সেটা টের পাওয়া যায়। যদি কিছু অস্বাভাবিক মনে হয়, তাহলে ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
ব্যাংকিং নিরাপত্তায় ঝুঁকি তৈরি হলে আপনার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেউ হবে না। সুতরাং অনলাইন ব্যাংকিং এর স্বাচ্ছন্দ্য ও সুবিধা গ্রহণ করার পাশাপাশি এর নিরাপত্তাও নিশ্চিত করুন।
জানার মতো অনেক কিছু