এগিয়ে চলা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এসি, ফ্রিজ কেনা এখন আর বিলাসিতা নয়, প্রয়োজনীয় উপকরণ। কিন্তু একটা নতুন জিনিস কিনে আনার পর আনন্দের পাশাপাশি একটা উটকো ঝামেলাও পোহাতে হয়। আর মেটা হলো এর ব্যবহার বিধি।
ফ্রিজ কিনে নিয়ে আসার পর নতুন ফ্রিজ ব্যবহারের নিয়ম সঠিক ভাবে ফলো না করলে অনেক সমস্যায় পড়তে হয়।
আপনিও যদি ফ্রিজ কেনার কথা ভেবে থাকেন তবে আগে এই আর্টিকেলটি পড়ে নিন।
🔰 নতুন ফ্রিজ চালানো ও খাবার সংরক্ষনের নিয়ম
👉 নতুন ফ্রিজ গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়াগতে নিয়ে যাওয়ার সাথে সাথে ফ্রিজে লাইন দিয়ে অন করবেন না। কারণ গাড়ির ঝাকুনিতে ফ্রিজের ভিতরে থাকা গ্যাস সংকুচিত হয়। ফলে সাথে সাথে লাইন দিলে গ্যাস লাইন বন্ধ হয়ে ফ্রিজের সমস্যা হতে পারে।
👉 নতুন ফ্রিজ কিনে এনে বাসায় থাকা নরমাল মাল্টি প্লাগে ফ্রিজ চালু করে ব্যবহার করার ফলে দুই এক দিনের মধ্যে ফ্রিজের মাল্টিপ্লাগ গরম হয়ে পুড়ে গলে যায়। তখন থেকে ফ্রিজের বিভিন্ন সমস্যা শুরু হতে থাকে। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে ফ্রিজের জন্য ৩/২০ তারের ডাইরেক্ট বোর্ড মাল্টিপ্লাগ সংযোগ করে ফ্রিজ চালু করুন।
👉 বর্তমানে ফ্রিজ প্রযুক্তি যেমন ফ্রিজে অটো কুলিং সিস্টেম আপডেট, কম্পেসর আপডেট, ফ্রিজের গ্যাস আপডেট ইত্যাদির অনেক উন্নয়নের কারণে ফ্রিজে ভোল্টেজ স্টাবিলাইজার ব্যবহারের প্রয়োজন পড়ে না। তবে যারা ব্যবহার করবেন- ভোল্টেজ স্টাবিলাইজ এর ডিলে টাইম, ওভারলোড, লো-ভোল্ট কানেকশন ইত্যাদির মত বিষয় গুলো সম্পর্কে আগে ভালোভাবে জেনে নিবেন।
👉 আপনি ফ্রিজে ভালো মানের মাল্টিপ্লাগ বা কম্মাইন ব্যবহার করার পরেও যদি প্লাগে লুজ কানেকশন থাকে তবে যেকোনো মূহুর্তে আপনার ফ্রিজের বড় ধরনের সমস্যা হতে পারে। কোনো অবস্থাতেই প্লাগে লুজ কানেকশন রাখা যাবে না।
👉 ইনার কন্ডেন্সার যুক্ত ফ্রিজের বডি গরম হলে ভিতর ঠান্ডা হবে। এটা সমস্যা নয় একটি ফিচার। তাই বডি গরম হচ্ছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখুন। বর্তমানের ফ্রিজ সব অটো থার্মোস্ট্যাট ব্যবহার করা হয় ফলে প্রয়োজন মত টেম্পারেচার নিয়ে অটোমেটিক বন্ধ হয় আবার চালু হয়। এটাও ফ্রিজের একটি ফিচার, সমস্যা নয়।
👉 নতুন ফ্রিজ কিনে আনার পর ফ্রিজ দেওয়াল/ফার্ণিচার বা এ জাতীয় সকল কিছু থেকে কিছুটা দূরে রাখুন। দেওয়াল বা ফার্ণিচারের সাথে ঘেষে রাখবেন না।
👉 ফ্রিজ জানালার পাশে যেখানে রোদ পড়ে বা রান্নার চুলার পাশে গরম স্থানে রাখা যাবে না।
👉 ফ্রিজের ডিপ অংশ গাদা-গাদি করে ভর্তি করে ফেলবেন না। এতে কুলিং সিস্টেম ঠিক মত কাজ করে না। ছোট ছোট পলিব্যাগে স্তরে স্তরে সুন্দর ভাবে সাজিয়ে রাখুন।
👉 ফ্রিজে শাক-সবজি, ফল-মূল রাখার জন্য সব সময় নরমাল অংশ ব্যবহার করুন, ডিপ অংশে রাখবেন না।
👉 ভূলেও গরম খাবার কখনও ফিজে সরাসরি রাখবেন না। এতে ফ্রিজের কুলিং সিস্টেমের ১২ টা বেজে যাবে। রান্না করা গরম খাবার স্বাভাবিক তাপ মাত্রায় ঠান্ডা করে তারপর ফ্রিজে সংরক্ষণ করুন।
👉 বর্ষাকালে, শিতে বা স্যাঁত-স্যাঁতে আবহাওয়াতে ফ্রিজের বডিতে ফোঁটা ফোঁটা ঘামের মত পানি জমলে ঘাবড়াবেন না। শুকনো কাপড় দিয়ে মুছে দিন।
👉 যদি হঠাৎ ফ্রিজ বন্ধ হয়ে যায় তবে প্রথমে আপনার ফ্রিজের কম্মাইন বোর্ডের সকেট পরীক্ষা করুন ঠিক আছে কি-না। ফ্রিজে হতে লাইন সকেটে বিদ্যুত যাচ্ছে কি-না চেক করুন।সংযোগের সব ঠিক থাকলে নিজে ঠিক করার নামে না বুঝে উলটা পালটা কিছু করবেন না। টেকনিশিয়ানকে ডাকুন।
কিছু দিন আগে নতুন ফ্রিজ কিনেছি। অনেক কিছু জানলাম।